গোপালগঞ্জে সংঘর্ষ, গুলিতে নিহত অন্তত ১৫
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার বিকেল ৫টার দিকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শেখ মো. নাবিল তিনজনের নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
নিহতেরা হলেন দীপ্ত সাহা (২৫), রমজান কাজী (২৪) ও ইমরান তালুকদার (১৮)। ডা. শেখ মো. নাবিল বলেছেন, নিহত তিনজনই গুলিবিদ্ধ ছিলেন। তবে প্রাথমিকভাবে চিকিৎসক নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি।
দিনভর সংঘর্ষের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসক। এরপর আজ রাত ৮টা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত পুরো জেলায় কারফিউ জারি করে প্রশাসন।
জেলা প্রশাসনের ঘোষণায় বলা হয়, সারা জেলায় বুধবার রাত ৮ টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত কারফিউ থাকবে।
দিনভর সংঘর্ষের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসক। এরপর আজ রাত ৮টা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত পুরো জেলায় কারফিউ জারি করে প্রশাসন।
জেলা প্রশাসনের ঘোষণায় বলা হয়, সারা জেলায় বুধবার রাত ৮ টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত কারফিউ থাকবে।
এদিকে, পুলিশ–আওয়ামী লীগ সংঘর্ষের পর সেনাবাহিনী ও পুলিশের কড়া পাহারায় গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপির নেতারা। গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুজ্জামান ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেল ৫টা পরে তারা গোপালগঞ্জ ছেড়ে বের হয়ে যান।
0 comments: