All Movies

Bangla

Action Movies

Animation Movies

Comedy Movies

Hindi Movies

Adult18+

Viral Video

১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর হাতে নিহতের সংখ্যা সর্বোচ্চ দুই হাজার: পিনাকী


এবার অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনাদের হাতে নিহতের সংখ্যা নিয়ে নতুন প্রশ্ন তুলেছেন। তিনি বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে দাবি করেছেন, ওই সময় সর্বোচ্চ দুই হাজার মানুষ নিহত হয়েছিলেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

গতকাল রবিবার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে পিনাকী এ দাবি তোলেন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর হাতে নিহতের সংখ্যা সর্বোচ্চ দুই হাজার।’ এ ছাড়া তিনি ওই পোস্টের কমেন্ট বক্সে কিছু ‘তথ্য-প্রমাণ’ সংযুক্ত করেন এবং একটি ভিডিও কনটেন্ট শেয়ার করেন।

ভিডিওতে পিনাকী বলেন, মুক্তিযুদ্ধের সময় এক কোটি শরনার্থী ভারতে আশ্রয় নিয়েছিল এটা মিথ্যা কথা। তথ্যপ্রমাণ দিয়ে তিনি দাবি করেন, সে সময় ভারতে আশ্রয় নিয়েছিল ৯০ হাজার মানুষ। অথচ শেখ হাসিনার পতনের পর লাখ খানেক মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল। ১৯৭১ সালেও এত মানুষ ভারতে আশ্রয় নেয়নি। তিনি বলেন, সে সময় এক বিদেশি সাংবাদিককে শহীদের সংখ্যা তিন লাখ বলতে গিয়ে তিন মিলিয়ন বলে ফেলে। এরপর সংবাদমাধ্যমে কপি-পেস্ট হতে হতে সেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। তিন লাখ সংখ্যাটাই বা কোন সার্ভের ভিত্তিতে পেয়েছে। এ নিয়ে কোনও জবাব পাবেন না। এসব ভারতীয় প্রোপাগাণ্ডা বলে উল্লেখ করেন তিনি।

এ সংখ্যাটাও ভিত্তিহীন সংখ্যা দাবি করে কয়েকটি বইসহ কিছু রেফারেন্স দিয়ে পিনাকী ভট্টাচার্য বলেন, মাত্র তিনটি ডিভিশন ব্যবহার করে ৩০ লাখ মেরে ফেলল? কেউ প্রশ্ন করল না। একটি রিপোর্টে সংখ্যা বেরিয়ে আসে, ৩ লাখ ৩০ হাজার বা ১০ হাজার না, মাত্র দুই হাজার। পুলিশের কাছে মাত্র ২ হাজার মানুষ নিখোঁজ থাকার অভিযোগ জমা পড়েছিল। বিষয়টি নিয়ে অনুসন্ধান ও তদন্ত করলে প্রকৃত সংখ্যা কয়েক হাজারে নেমে আসবে বলে মত তার।

পিনাকীর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালে শহীদদের সংখ্যা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের তথ্য সামনে আসছে। এর মধ্যে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য নতুন নতথ্য সামনে আনলেন। বিষয়টি নিয়ে কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন, এ ধরনের বক্তব্য মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা ছাড়া আর কিছু নয়। রিয়াজ উদ্দিন নামে একজন লিখেছেন, অতিরঞ্জিত হয়ে গেলো নাহ দাদা?

রবিউল ইসলাম নামে একজন লিখেছেন, আপনার এই বক্তব্য ১৯৭১-এর শহীদদের প্রতি চরম অবমাননা। আন্তর্জাতিক ও দেশীয় বহু গবেষণা, প্রত্যক্ষদর্শীর বর্ণনা এবং ইতিহাসে প্রমাণিত যে, মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষাধিক মা-বোন পাকিস্তানি বাহিনীর বর্বরতার শিকার হয়েছেন। এ ধরনের বিভ্রান্তিকর ও মনগড়া তথ্য দিয়ে জাতির ইতিহাস বিকৃত করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সরকারি হিসাব ও একাত্তর সালে দেশ-বিদেশের পত্র-পত্রিকায় প্রকাশিত তথ্যানুসারে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনা ও তাদের দোসর রাজাকার, আল বদর, আল শামস ইত্যাদি ঘাতক বাহিনীর হাতে প্রায় ৩০ লাখ মানুষ শহীদ হয়েছিলেন এবং দুই লাখেরও বেশি নারী ধর্ষণের শিকার হয়েছিলেন।


ঋণ পরিশোধে রূপসায় কৃষি ব্যাংকের ১৬ লাখ টাকা চুরি করেন ইউনূস: পুলিশ


খুলনার রূপসায় কৃষি ব্যাংকের টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ইউনূস শেখ আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। ঋণ পরিশোধ করতেই এই টাকা চুরি করেছেন বলে স্বীকারোক্তিতে জানিয়েছেন তিনি।

সোমবার বিকেলে খুলনা রূপসার আমলি আদালতে বিচারক অন্যনা রায়ের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন ওই যুবক। জেলা পুলিশ সুপার টি এম মেশাররফ হোসেন রাতে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ইউনূস রূপসা কৃষি ব্যাংক ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। মোটা অংকের ঋণের টাকার চাপে ছিলেন। ঋণ পরিশোধ করতে তিনি এই কাজ করেছেন।

গত ১৫ আগস্ট বাংলাদেশ কৃষি ব্যাংকের রূপসা ঘাট শাখার তালা ও ভল্ট ভেঙে ১৬ লাখ ১৪ হাজার টাকা চুরি করা হয়।  এই ঘটনায় অজ্ঞাতনামাদের নামে মামলা করেন ব্যাংকটির শাখা ব্যাবস্থাপক মো. কামরুল ইসলাম।

পরে রোববার ভোররাতে ইউনূসকে রূপসা কৃষি ব্যাংক ভবনের তৃতীয় তলা থেকে গ্রেপ্তার করে পুলিশ। রাতে তার কাছ থেকে চুরির দেড় লাখ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, ইউনূস পেশায় একজন লেদমিস্ত্রি। ট্রাকের যন্ত্রপাতি নিয়ে কাজ করতেন তিনি। লোহা কাটার দক্ষতাকে কাজে লাগিয়েই তিনি ব্যাংকের ভল্ট ও তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে সক্ষম হন।


প্রাইভেটকারের ওপর সিমেন্টবোঝাই লরি উল্টে একই পরিবারের চারজন নিহত


কুমিল্লায় সিমেন্টবোঝাই লরির নিচে চাপা পড়ে একটি প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন সিএনজি অটোরিকশার আরও তিন যা

শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন নিহত আবুল হাশেম।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান।

দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে উদ্ধারকারী কনস্টেবল সাইফুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার ইউটার্নে ঢাকামুখী লেনে একটি যাত্রীবাহী বাস উল্টোপথে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই লরি বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের পেছনে থাকা প্রাইভেটকার ও একটি সিএনজি অটোরিকশা লরির নিচে চাপা পড়ে। এ সময় ঘটনাস্থলেই প্রাইভেটকারের চার আরোহী নিহত হন। এছাড়া সিএনজির তিন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। পুলিশ মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


[18+] Burn (2025) S01 Hindi Makhan WEB-DL – 480P | 720P | 1080P – x264 – 500MB | 1.2GB | 3.1GB – Download & Watch Online
Synopsis

Quality : WEB-DL Resolution : 480P, 720P, 1080P Size : 500MB | 1.2GB | 3.1GB



?Download Link 1080p?

Click Here To Download

?Download Link 720p?

Click Here To Download

?Download Link 480p?

Click Here To Download



 

[18+] Rangeen Kahaniyan-Tai Tai Phis (2025) S25 Hindi Alt WEB-DL – 480P | 720P | 1080P – x264 – 400MB | 800MB | 1.8GB – Download & Watch Online
Synopsis

Jugnu and his friend seek help from Babaji due to romantic issues, leading to tangled affairs with various women. As relationships cross paths, betrayals and desires intensify. Jugnu pleases Thakurain while Babita finds no satisfaction with Thakur. Meanwhile, Kamala secretly gives impotence medicine to Thakur, leading to village chaos. In the Panchayat, Jugnu exposes the doctor’s role in weakening the village men. Test Match


?Download Link 1080p?

Click Here To Download

?Download Link 720p?

Click Here To Download

?Download Link 480p?

Click Here To Download



 

সংস্কার না হলে ভোটে যাবে না এনসিপি

জুলাই সনদ কার্যকর ও সংস্কার বাস্তবায়ন ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। আজ (সোমবার, ১১ আগস্ট) রাতে দলটির কেন্দ্রীয় কার্যালয় বাংলামটরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এসময় তিনি নির্বাচনের বিষয়ে জানান, আইনশৃঙ্খলার যে পরিস্থিতি তাতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেয়ার মত পরিস্থিতি তৈরি করা সম্ভব হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। তবে আসছে নির্বাচনে কমিশন ইভিএম পদ্ধতি বাতিল ও 'না ভোট' ফেরানোর ব্যাপারটিকে এনসিপি ইতিবাচক ভাবে দেখছে।

এসময় তিনি জুলাই সনদ নিয়ে সরকারের রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা দরকার বলে মন্তব্য করেন। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করার দাবি জানান তিনি। এছাড়াও তিনি বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ আবার আগের জায়গায় ফিরে যাবে।


ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘোষণাকে কেন্দ্র করে সংস্কার ও নতুন সংবিধান বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সংস্কার ও নতুন সংবিধানের জন্য যারা শহীদ হয়েছিল, তাদের জীবন ফিরিয়ে দিতে হবে সরকারকে।

তিনি আরও বলেন, সংস্কার এবং নতুন সংবিধান ছাড়া নির্বাচন হলে মায়ের বুকে সন্তানকে ফিরিয়ে দিতে হবে। একই সিস্টেমের মধ্য দিয়ে নির্বাচনে গেলে এতগুলো মানুষের শহীদ হওয়ার প্রয়োজন ছিল না বলেও জানান তিনি। 

তিনি অভিযোগ করেন, একই রাজনৈতিক কাঠামোর মধ্যে নির্বাচন হলে এত প্রাণহানি হতো না। তরুণদের উদ্দেশে তিনি বলেন, “গণভবনের মতো বঙ্গভবনের পতনও তরুণদের হাত ধরেই ঘটবে।”